সত্যের পিছে ছুটে চলে, কলম হাতে ধায়,
ভয়-নির্ভয়ে দাদা আমার, অন্যায়ের ভয় নাই।
শব্দে শব্দে গড়ে তোলেন ন্যায়ের দীপ্ত ভাষা,
অন্ধকারে আলো জ্বালেন, তাঁর চোখে আশার আশা।
দুর্নীতির সে রাখে হিসাব, মানুষেরই পক্ষে,
জীবনভর সে রুখে দাঁড়ায়, ক্ষমতারই মুখে।
গ্রামের খবর, শহরের ধ্বনি—সবই তাঁর চেনা,
জনতার স্বর, ন্যায়ের মূল, তিনিই সত্যের সেনা।
বৃষ্টির দিন, খরার বেলা, ছুটে যান মাঠে,
সাধারণের মুখের কথা তুলে ধরেন পাতায় পাতায়।
সাহস তাঁর চোখে বাজে, কলম তাঁর তরবারি,
সাংবাদিকতা দাদার প্রাণ—সততাই তাঁর স্বরধ্বনি।